জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের কাছে হেরে কপাল খুললো দুই ফাইনালিস্টের! 

ইংল্যান্ড-পাকিস্তান ক্রিকেট দল
ইংল্যান্ড-পাকিস্তান ক্রিকেট দল   © টিডিসি ফটো

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ যেন অঘটনের! শ্রীলঙ্কা হেরেছে নামিবিয়ার কাছে, ওয়েস্ট ইন্ডিজ হারল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে, বাদ যায়নি ইংল্যান্ডও। আয়ারল্যান্ড ও বৃষ্টির কাছে হেরেছে জস বাটলারের দল। শেষ পর্যন্ত সুপার টুয়েলভে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের কাছে হারা পাকিস্তা-ইল্যাংন্ডই খেলবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। তবে কি ছোট দলের কাছে হেরে ভাগ্য খুলেছে দুই ফাইনালিস্টের! 

আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে নাস্তানাবুদ করে ১০ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বৃটিশরা। এর আগে গতকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ইমরান খানের উত্তরসূরিরা। 

অবিশ্বাস্য হলেও সত্যি জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় চলে যাওয়া দুই দলই মেলবোর্নের ফাইনালে মুখোমুখি হবে। 

সুপার টুয়েলভে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে হারের পর দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও ১ রানে হেরে যায় পাকিস্তান। ইংল্যান্ডের চেয়ে পাকিস্তানের যাত্রাটা ছিল আরও বেশি রোমাঞ্চকর। ভাগ্যের পূর্ণ সহায়তা ছিল বটে। শেষ ম্যাচের আগে পাকিস্তানের জন্য সমীকরণটা ছিল এমন, শুধু বাংলাদেশকে হারালেই চলবে না, শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে দুর্বল নেদারল্যান্ডের বিপক্ষে। সেই জটিল সমীকরণ মিলিয়েই ফাইনালে বাবর-আজমের দল।

অন্যদিকে, বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরে যায় জস বাটলারের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষেও বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করলে সেমিফাইনালে যাওয়াটা কঠিন হয়ে যায় ইংল্যান্ডের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে কষ্টার্জিত জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংলিশরা।
 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence