আউট ছিলেন না সাকিব আল হাসান
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১১:৫৫ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২২, ১১:৫৫ AM
১১তম ওভারে বাঁহাতি ব্যাটার সৌম্যকে ফেরানোর পরের বলেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরে যান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিতর্কের শুরু এখান থেকেই।
সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। তবে টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে বলেছেন, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত তার। ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে।
সাকিবের আউট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের সমালোচনার সাথে যুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও।
সাকিবের আউট নিয়ে টুইট করে সাবেক এই ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, সাকিব আল হাসান নট আউটই ছিলেন তখন।
তিনি লেখেন, ‘সাকিবের ব্যাটটা মোটেও মাটি ছোঁয়নি। ব্যাটের ছায়ার দিকে মনোযোগ দিন। স্পাইক ছিল তখন। বলের ব্যাটে আঘাত করা ছাড়া অন্য কিছুই হতে পারে না। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হলো।’