আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সাকিব আউট, সমালোচনার ঝড়

আল্ট্রা এজে স্পাইক
আল্ট্রা এজে স্পাইক  © সংগৃহীত

দশম ওভারে বাঁহাতি ব্যাটার সৌম্যকে ফেরানোর পরের বলেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ‍ফিরে গেলেন অধিনায়ক সাকিব আল হাসান। 

শাদাবের বলে সামনে এসে খেলতে গিয়েছিলেন সাকিব। ফুললেংথের বলে বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দিয়েছেন আড্রিয়ান হোল্ডস্টক। সেটিও বেশ খানিকটা সময় নিয়ে। সাকিব রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই। 

সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। তবে টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে বলেছেন, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত তার। ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার লঙ্কান ক্রিকেটার।

এর পরও ফিরতে গিয়ে আবার আম্পায়ারের কাছে ফিরে তার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছেন সাকিব। তবে দেখা গেছে আম্পায়ার তাকে ফিরিয়ে দিচ্ছেন।

আতহার আলী খান ধারাভাষ্যে বলেন, ‘আমি কনভিনসড না আম্পায়ারের সিদ্ধান্তে। সাকিবের ব্যাট স্পষ্টভাবে ওপরে ছিল। এটা বাংলাদেশের জন্য বড় ক্ষতি।’

অপরদিকে আম্পায়ারের এ বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে চলছে তুমুল সমালোচনা। 

শিহাব উদ্দিন নামে একজন কমেন্ট করেন, এটা কি হলো? আল্ট্রা এজে স্পষ্ট দেখা গেল বল ব্যাটে লেগে তারপর প্যাডে লাগছে। তারপরও সাকিব আউট?

জুয়েল বারমান নামে আরেকজন কমেন্ট করেন, আচ্ছা সাকিব কিভাবে আউট হলো!!? আল্ট্রা এজে ব্যাটকে ইনভলভ দেখালো,তাহলে বল ট্রেকিং করতে গেলো কেন!!

এর আগে শাদাবের বলে রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে থাকা শান মাসুদের হাতে ধরা পড়েন সৌম্য। ১৭ বলে ২০ রান করে ফিরেন সৌম্য। দশম ওভারে পরপর ২ বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে আফিফ এসে হ্যাটট্রিক হতে দেননি।


সর্বশেষ সংবাদ