অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার লঙ্কান ক্রিকেটার

দানুশকা গুনাথিলাকা
দানুশকা গুনাথিলাকা  © সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে ২৯ বছরের নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে।

দেশটির স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টায় তাকে তাকে সিডনির টিম হোটেল থেকে গ্রেফতার করা হয়। খবর নিউজ ডট কম এইউ

প্রতিবেদনে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় সফররত ছিলেন দানুশ। একটি ইনজুরির জন্য টুর্নামেন্টে খেলতে পারছেন না তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে।

আরও পড়ুন: মার্কিন দূতাবাসে চাকরি, ৮২ হাজার বেতনসহ থাকছে সাপ্তাহিক দুইদিন ছুটি।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের  উদ্বোধনীতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন লঙ্কান এ টপ অর্ডার ক্রিকেটার। তবে এই ম্যাচেই ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান বাঁ-হাতি এ ব্যাটসম্যান। তবে দলের সঙ্গেই ছিলেন।

আজ রবিবার শ্রীলঙ্কার উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়বে লঙ্কান ক্রিকেট দল। তবে আপাতত দেশে ফেরা হচ্ছে না ধর্ষণে অভিযুক্ত গুনাথিলাকার।

এর আগেও একই অপরাধে জড়িয়েছেন গুনাথিলাকা। ২০১৮ সালে শ্রীলংকায় নরওয়ের একজন নারীকে ধর্ষণের অভিযোগে তাকে ও তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। এছাড়া তাকে বরখাস্ত করেছিল শ্রীলংকার ক্রিকেট বোর্ড।


সর্বশেষ সংবাদ