১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ অবশেষে মাতে জয়ের উল্লাসে
টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ অবশেষে মাতে জয়ের উল্লাসে  © সংগৃহীত

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। আর তাতেই গড়া হয়ে গেছে ইতিহাসটা। প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে জয় পেয়ে গেছে বাংলাদেশ। ১৫ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয় পেল লাল সবুজের প্রতিনিধিরা। 

সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলরিভ ওভালে বিশ্বকাপে দুই নম্বর গ্রুপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আফিফ হোসেনের ৩৮ রান ও মোসাদ্দেক হোসেন-নাজমুল হোসেন শান্তর মাঝারি সংগ্রহে ১৪৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে কেবল ১৩৫ রান করতে সক্ষম হয় ডাচ বাহিনী। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৯ রানে। 

গত সাতটি বিশ্বকাপে সাফল্যহীন ছিল বাংলাদেশ। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূলপর্বে জয় পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। এরপর আরও ছয়টি বিশ্বকাপ খেললেও মূলপর্বে একটি ম্যাচও জিততে পারেননি সাকিব আল হাসানরা। 

এবার অবশেষে এল  প্রত্যাশিত জয়। বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক তাসকিন আহমেদ। ৪ ওভার বল করে ২৫ রানে ৪ উইকেট পেয়েছেন তাসকিন। ক্যারিয়ার সেরা বল করে হয়েছেন ম্যাচ সেরা। দুই উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ, একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার।

আরও পড়ুন: তাসকিন ঝড়ে লণ্ডভণ্ড নেদারল্যান্ডস, বাংলাদেশের শুভসূচনা

তবে ডাচরা ম্যাচে ফেরে কলিন অ্যাকারম্যান আর স্কট অ্যাডওয়ার্ডসের জুটিতে। দুজন মিলে ৪৪ রানের জুটি গড়ে ডাচদের ফেরান লড়াইয়ে। যদিও অ্যাডওয়ার্ডসকে ফিরিয়ে সাকিব আবারও ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিলেন দলটিকে। এরপর হাসান মাহমুদ পেলেন জোড়া উইকেট। ৮১ রানে ৭ উইকেট খুইয়ে ডাচরা তখন অকূল পাথারই দেখছে। 

১৭তম ওভারে আক্রমণে এসে তাসকিন আহমেদ যখন ফেরালেন শারিজ আহমেদ আর ইনিংস সর্বোচ্চ ৬২ রান করা অ্যাকারম্যানকে। জয়টা প্রায় নিশ্চিত হয়ে গেছে তখনই। শেষ ওভারে সৌম্য সরকার পল ফন মিকারেনকে ফিরিয়ে বাকি আনুষ্ঠানিকতাটা সারেন। তাতেই ৯ রানের দারুণ এক জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে বাংলাদেশ। টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ অবশেষে মাতে জয়ের উল্লাসে। খুলে ফেলে ইতিহাসের গেরোও। 


সর্বশেষ সংবাদ