বাবাকে মোটর ভ্যান কিনে দেবেন সাফজয়ী কন্যা

মাসুরার বাবা রজব আলী
মাসুরার বাবা রজব আলী  © ফাইল ছবি

প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। সোমবার  ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ জেতেন সাবিনা খাতুনরা। এরপর থেকেই সারা দেশ বইছে আনন্দধারা। 

সাফজয়ী দেশের লড়াকু ডিফেন্ডার মাসুরা পারভীন। গর্বিত ভ্যান চালক বাবার মেয়ে মাসুরা পারভীন। এতদিন ভ্যান চালক বাবার সামান্য আয়ে তাদের সংসার চলত। কিন্তু মেয়ের বদৌলতে এখন তাদের দিন বদলের সময়। বাবার কষ্ট কমাতে এবার বাবাকে মোটর ভ্যান কিনে দেবেন সাফজয়ী মেয়ে।

সাতক্ষীরার বাসিন্দা মাসুরা। পরিবার নিয়ে সেখানে থাকেন। তার মা ফাতেমা খাতুন বলেন, ‘আমার স্বামী ভ্যান চালক। তার সামান্য আয়ে আমাদের সংসার চলাতে হিমশিম খেতে হয়। এর মধ্য থেকেও মাসুরা ধীরে ধীরে ভাল ফুটবল খেলতে শুরু করে। প্রথম দিকে এলাকার লোকজনের রোষানলে পড়লেও ধীরে ধীরে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করে। একটি সময়ে প্রতিবেশীরা মাসুরাকে উৎসাহ দিতে শুরু করে। তার ভাল খেলার ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে খেলত পারে। সর্বশেষ সাফ জয় করে দেশের মুখ উজ্জল করেছে। এমন সাফল্যে দেশের ইতিহাস আরও উজ্বল হয়েছে। দেশের জয় হয়েছে আর চাওয়া পাওয়ার কিছু নেই আমার।’

তিনি আরো বলেন, ‘আমার মেয়ে জীবনে অনেক পরিশ্রম সংগ্রাম করে এত দূর এসেছে। তার সাফল্যের পিছনে যাদের অবদান আছে, সকলের প্রতি কৃতজ্ঞ।’ এদিকে মাসুরার এমন সাফল্য প্রতিবেশীদের আনন্দ উৎসবের উপলক্ষ এনে দিয়েছে রীতিমতো। জেলার বিভিন্ন সংগঠন প্রতিমুহূর্তে মাসুরার বাড়িতে এসে তার বাবা-মাকে শুভেচ্ছা জানাচ্ছেন। 

আরও পড়ুন: ই-ভ্যালির দায়িত্ব পাচ্ছেন শামীমা

মাসুরার বাবা রজব আলী মেয়ের সাফল্য নিয়ে বলেন, ‘মাসুরা প্রথমদিকে যখন ফুটবল খেলা শুরু করে অনেক প্রতিবন্ধকতা এসেছে তবু সে খেলা বন্ধ করেনি। ধীরে ধীরে ভালো খেলার সুবাদে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে সে। সব শেষ সাফ জয়ের এই সাফল্য… এবার মাসুরা বাড়িতে এসে একটি মোটর ভ্যান কিনে দেবে।’ 

তিনি আরও জানান, ‘মাসুরা ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছে। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে দিন কেটেছে তবুও খেলার প্রতি একনিষ্ঠ আগ্রহ আজকে এই জয় এনে দিয়েছে তাকে।’

সরকারের কাছে দাবি রেখে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে দেওয়া সামান্য একটু জায়গায় কোন রকমে মাথা গুঁজে আছি। সরকারের পক্ষ থেকে একটা বাড়ির ব্যবস্থা করলে আর চাওয়া-পাওয়ার কিছু থাকবে না।’ 


সর্বশেষ সংবাদ