চাপ নয়, নির্ভার হয়ে খেলো: মাশরাফি

চাপ নয়, নির্ভার হয়ে খেলো- সানজিদাদের মাশরাফির পরামর্শ
চাপ নয়, নির্ভার হয়ে খেলো- সানজিদাদের মাশরাফির পরামর্শ  © সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামবে বাংলাদেশের নারী ফুটবলাররা। নেপালের দশরথ স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায়। ফাইনালের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন একটা স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলার সানজিদা আকতার। তাঁর এই পোস্ট হৃদয় ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। চাপ নয়, নির্ভার হয়ে খেলো- সানজিদাদের মাশরাফির পরামর্শ। 

নিজের ফেসবুকে বাংলার বাঘিনীদের শুভকামনা জানিয়ে মাশরাফি লিখেছেন, 'অভিনন্দন তোমাদের, যা কিছু করেছ, তার জন্য। চাপ নয়, নির্ভার হয়ে খেলাকে উপভোগ করো আজ। শুভকামনা বাংলাদেশ।' বাংলাদেশের সিনিয়র দলের সাফের ট্রফি এখনও অধরাই রয়ে গেছে। সেই অপেক্ষা হয়তো আজ ফুরাতে যাচ্ছে নেপালে। এই ফাইনালে যেই দল জিতুক, তারা প্রথমবার সাফ ট্রফির স্বাদ পাবে।

স্বাগতিক দলকে হারিয়ে সাবিনা খাতুনের হাতে যদি শিরোপা ওঠে, তাহলে বাংলাদেশের উনিশ-কুড়ির মেয়েরা পেয়ে যাবেন অমরত্বের স্বীকৃতি। এজন্য মাঠে স্নায়ু ধরে রেখে খেলার পরামর্শ দিলেন বাংলাদেশের সাবেক সফল ক্রিকেট অধিনায়ক মাশরাফি

আরও পড়ুন: রোনালদোকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন মেসি

বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার সানজিদা নিজের ফেসবুকে এক পোস্টে ফুটবলে উঠে আসার কঠিন সময় ও বিরুদ্ধ স্রোতে সাঁতার কাটার গল্প লিখেছেন। 

ওই পোস্ট দেখে মাশরাফি সানজিদাকে আরও অনুপ্রেরণা জুগিয়ে লিখেছেন, 'বাবাকে হারিয়ে,মার শেষ সম্বল আর বোনের অলংকার দিয়ে তোমরা বাংলাদেশকে অলংকৃত করেছ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার চেয়ে, এক জীবনে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence