রোনালদোকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন মেসি

রোনালদো, মেসি
রোনালদো, মেসি  © সংগৃহীত

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে মাঠে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্বাগতিক অলিম্পিক লিঁও। পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একমাত্র গোলে জয় পেয়েছে পিএসজি। এই গোলের মধ্য দিয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে নেইমারের পাস থেকে দারুণ এক গোল করে রেকর্ডও গড়েছেন তিনি।

আর্জেন্টাইন ফরোয়ার্ড লিঁওর রক্ষণে হানা দিয়ে নেইমারকে বল পাঠিয়েছিলেন। এই গোলের মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন রোনালদোকে।

নন-পেনাল্টি গোলে রোনালদোর চেয়ে এগিয়ে এখন মেসি। রোনালদোর পেনাল্টি-বিহীন গোলসংখ্যা ৬৭১টি, আর মেসির ৬৭২টি। রোনালদোর চেয়ে ১৫০ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

আরও পড়ুন: আয়ে মেসি-রোনালদো-নেইমারকে টপকে গেলেন এমবাপ্পে

এদিন আরও একটি রেকর্ড গড়েন মেসি। ২০১৫-১৬ মৌসুম থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম ফুটবলার হিসেবে ১০০০ ড্রিবল সম্পন্ন করেন তিনি।

লিঁওয়ের বিপক্ষে মেসির ওই গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পিএসজি। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল লিঁও। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই।


সর্বশেষ সংবাদ