প্রথম রাউন্ড থেকেই বাদ পড়বে পাকিস্তান, দল নির্বাচনের সমালোচনায় শোয়েব

পাকিস্তান বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় নিতে পারে এমন ভবিষ্যদ্বাণীও করেছেন শোয়েব আখতার
পাকিস্তান বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় নিতে পারে এমন ভবিষ্যদ্বাণীও করেছেন শোয়েব আখতার  © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির ব্যাখ্যা, এবারের বিশ্বকাপের জন্য সেরা দলটি তারা বেছে নিয়েছে। তবে পিসিবির এই ব্যাখ্যায় একমত নন শোয়েব আখতার। বিশ্বকাপের স্কোয়াড দেখে খুবই হতাশ সাবেক এই গতিতারকা। পাকিস্তান বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় নিতে পারে এমন ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি।

ব্যক্তিগত ইউটিউবে এই কথা জানিয়ে বলেছেন, ‘এ কেমন দল নির্বাচন! বলাবলি হচ্ছিল তারা ধারাবাহিকতা ধরে রেখে এমন সিদ্ধান্তই নেবেন, যা সবারই মনে ধরবে। কিন্তু এটা কী হলো? মিডল অর্ডারে পরিবর্তন এলো না, কেমন সিদ্ধান্ত হলো এটা?’

পাকিস্তানের মিডল অর্ডার এশিয়া কাপের ফাইনালে ভেঙে পড়েছিল হুড়মুড়িয়ে। চাপের মুহূর্তে চাপটা সামলাতে পারেনি দলটি। তার খেসারতই দল দিয়েছে এশিয়া কাপের শিরোপা খুইয়ে। সেই মিডল অর্ডারেই তেমন কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। 

শোয়েব আখতারের ক্ষোভটা মূলত এখানেই। তিনি বলেন, ‘আমাদের মিডল অর্ডারেই মূল সমস্যাটা ছিল, নির্বাচকরা কি-না সেটাই গুরুত্ব দিয়ে দেখল না! পরিবর্তনও এলো না!’

এরপর হেড কোচ সাকলায়েন মুশতাককেও একহাত নেন শোয়েব। বলেন, ‘প্রধান নির্বাচক গড়পড়তা মানের হলে এমন সিদ্ধান্তই তো আসবে! ২০০২ সালে শেষ বারের মতো ক্রিকেট খেলেছে সাকলায়েন। সে আমার বন্ধু, আমার বলতে তাই খারাপই লাগছে। তবে আমার মনে হয় টি-টোয়েন্টি ক্রিকেটের কোনো ধারণাই নেই তার।’

আরও পড়ুন: খেলার মধ্যেই বদলে ফেলা যাবে প্রথম একাদশ!

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের নির্বাচকদের একহাত নিয়েছেন শোয়েব। তাঁর মতে, দলের মিডল অর্ডারে গভীরতা কম। অনেকটা গড়পড়তা মানের হয়েছে। বিশ্বের সর্বোচ্চ গতিতে বোলিং করা সাবেক এই ফার্স্ট বোলার বলেছেন, ‘আমি শঙ্কিত হচ্ছি যে, পাকিস্তান প্রথম রাউন্ড থেকেই বাদ যেতে পারে এই মিডল অর্ডার নিয়ে খেলার কারণে। ব্যাটিং লাইন অনেকটা গড়পড়তা মানের। এতে কোনো গভীরতা নেই।’

শোয়েব মিডল অর্ডার নিয়ে এবারই প্রথম বলছেন এমনটা নয়। অনেক দিন ধরেই তিনি বলে আসছেন পাকিস্তান ব্যাটিংয়ের এই জায়গায় গভীরতা বাড়ানোর কথা। তিনি আশা করেছিলেন, এবার হয়তো দল নির্বাচন ভালো হবে। কিন্তু স্কোয়াড দেখে আবারও হতাশ হয়েছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য কঠিন সময় আসছে। পাকিস্তান এই স্কোয়াডের চেয়ে আরও ভালো দল করতে পারত। আর এমনটাই আশা ছিল। সে যাই হোক, পাকিস্তান যদি এই দল নিয়েই ভালো কিছু করতে পারে, তার জন্য শুভকামনা জানাচ্ছি। তবে এটা ঠিক, ব্যাটিংয়ে কোনো গভীরতা নেই।’ 

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৬ অক্টোবর। আর পাকিস্তান টুর্নামেন্ট শুরু করবে ২৩ অক্টোবর। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।


সর্বশেষ সংবাদ