মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখি: শ্রীরাম

শ্রীরাম মাহমুদউল্লাহকে ভারতের কিংবদন্তি ফিনিশার ধোনির সঙ্গেও তুলনা করলেন
শ্রীরাম মাহমুদউল্লাহকে ভারতের কিংবদন্তি ফিনিশার ধোনির সঙ্গেও তুলনা করলেন  © সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই আসন্ন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। সবাই আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে নতুন টেকনিল্যাক কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের বড় ভূমিকা আছে। শ্রীরাম মাহমুদউল্লাহকে শুরুতে প্রশংসায় ভাসালেন। ভারতের কিংবদন্তি ফিনিশার ধোনির সঙ্গেও তুলনা করলেন। কিন্তু পরে বুঝিয়ে দিলেন, ধোনির মতো ক্রিকেটারেরও বাদ পড়তে হয়েছে। মাহমুদউল্লাহরও বাদ পড়াটা যৌক্তিক।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দল ঘোষণার সময় নির্বাচকরা জানিয়েছেন ‘সবার সম্মতিতে’ বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

দল ঘোষণার ঠিক পরই সংবাদ সম্মেলনে হাজির হন শ্রীরাম। ভারতীয় এই কোচের কাছে অবধারিতভাবেই প্রশ্ন যায়, কেন বাদ পড়লেন রিয়াদ। তিনি জানালেন, ভারতের সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির মতো করে রিয়াদকে দেখতেন। কিন্তু তার জায়গায় নতুন কাউকে আনাও জরুরি মনে করেন তিনি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন সাকিব

শ্রীরাম বলেন, ‘আমার মনে হয় একটা জিনিস আমাদের করতে হবে ক্রিকেট দল হিসেবে। আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন পরিকল্পনা। আমি সবসময় মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখি, সে দলে যে ধরনের রোল প্লে করে। সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে, ম্যাচ শেষ করে আসে।’

এরপরই আসল কথাটা বলেন শ্রীরাম। যোগ করেন, ‘কিন্তু আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার সাকসেশন প্লেন লাগবে পরেরজন কে। আমার মনে হয় এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence