এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১১:১৩ AM , আপডেট: ০১ মার্চ ২০২২, ১১:১৩ AM
চলতি বছরে এসএসসির টেস্ট পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ড। এর পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে। এসএসসির চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার একমাস আগে শিক্ষার্থীদের পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষায় বসতে হবে।
এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। সূচি অনুযায়ী, এসএসসির পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা ১৯ মে এবং চূড়ান্ত পরীক্ষা ১৯ জুন শুরু হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।
জরুরি বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার সময় ২ ঘন্টা। এরমধ্যে ২০ মিনিট নৈর্ব্যত্তিক আর বাকি ১ ঘন্টা ৪০ মিনিট সময় রচনামূলকের জন্য নির্ধারিত থাকবে।
এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা দেখুন এখানে