এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ

  © ফাইল ছবি

চলতি বছরে এসএসসির টেস্ট পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ড। এর পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে। এসএসসির চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার একমাস আগে শিক্ষার্থীদের পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষায় বসতে হবে।

 এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। সূচি অনুযায়ী, এসএসসির পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা ১৯ মে এবং চূড়ান্ত পরীক্ষা ১৯ জুন শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

জরুরি বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার সময় ২ ঘন্টা। এরমধ্যে ২০ মিনিট নৈর্ব্যত্তিক আর বাকি ১ ঘন্টা ৪০ মিনিট সময় রচনামূলকের জন্য নির্ধারিত থাকবে।

এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা দেখুন এখানে


সর্বশেষ সংবাদ