২০২১ সালের এসএসসির অষ্টম সপ্তাহের আ্যসাইনমেন্ট প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০৭ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০৭ AM
২০২১ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য (বাংলা ও ইংরেজি ভার্সন) অষ্টম সপ্তাহের আ্যসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (৬ সেপ্টেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, করোনা অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণয়ন করা ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী অষ্টম সপ্তাহের আ্যসাইনমেন্ট বিতরণ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিতরণ করা অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীদেও দেয়া ও নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।