প্রথম দিন ৪-৫ ঘণ্টা ক্লাস, পর্যায়ক্রমে সময় বাড়বে: দীপু মনি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও প্রথম দিন ৪-৫ ঘণ্টা ক্লাস হবে, পর্যায়ক্রমে ক্লাসের সময় ও সংখ্যা বাড়ানো হবে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘১২ সেপ্টেম্বর শুরুর দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হবে। পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা ও সময় বাড়বে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে চেকলিস্ট পূরণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। রেন্ডম স্যাম্পল (নিয়মিত নমুনা পরীক্ষা) করে সংক্রমণের ঝুঁকি থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্তও নেয়া হতে পারে।’
তিনি বলেন, ‘২০২১ সালে অর্থাৎ চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরুর পর শুরুর দিকে প্রতিদিন স্কুলে আসতে হবে। এছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও প্রতিদিন ক্লাসে আসবে।’
‘আগামী ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে’ বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে ফিজিক্যাল অ্যাক্টটিভি বা খেলাধুলা চলবে, যাতে শারীরিক ও মানসিকভাবে শিক্ষার্থীরা ভালো অবস্থানে থাকতে পারে।’