প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে পৌনে দুপুর ১টা পর্যন্ত চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের এই অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দেয় এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেক বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া, তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বেচ্ছাচারিতা করছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
প্রায় তিন ঘণ্টা ধরে চলা অবরোধের পর ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি আমলে নেওয়ার আশ্বাস দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেক বলেন, সড়ক অবরোধে প্রকৃত শিক্ষার্থীরা ছিল না, বহিরাগতরা এটি করেছে। আমি বিদ্যালয়ের সভাপতি হিসেবে অ্যাডভোকেট রহিমের নাম প্রস্তাব করায় প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমার অফিসে হামলা চালিয়েছে। আমার বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগ তোলা হলেও তদন্তে কোনো সত্যতা মেলেনি।"
এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। বিষয়টি সমাধানের প্রক্রিয়ায় রয়েছে।
তবে, এ বিষয়ে মন্তব্যের জন্য বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।