বিদ্যালয়ের অনুষ্ঠানে 

‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ গানের সঙ্গে ছাত্রীদের নাচের ভিডিও ভাইরাল

ভাইরাল ভিডিও থেকে নেওয়া
ভাইরাল ভিডিও থেকে নেওয়া  © সংগৃহীত

ফরিদপুর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ গানের সঙ্গে ছাত্রীদের নেচে-গেয়ে উল্লাসের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা একটি গণমাধ্যমে এই ঘটনা সত্য বলে স্বীকার করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) ২০ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এরই পরিপ্রেক্ষিতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এর আগে ২৬ জানুয়ারি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা।

প্রথমে ভিডিওটি এডিট বলে দাবি করা হলেও পরে জানা যায় যে, এটি ওই অনুষ্ঠানেরই ধারণ করা একটি মুহূর্তের অংশ বিশেষ। ঘটনার পাঁচদিন পরে আল আমীন রহমান নামে এক ব্যক্তি ভিডিওটি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনে উল্লাস করছে একদল মেয়ে। আর মাইকে বাজছে গান ‘কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম গণমাধ্যমকে বলেন, ওইদিন দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুলের মাঠে আনন্দ করছিল। এসময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎ তখন ওই গানটি বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে গানটি বন্ধ করে দেওয়া হয়। এটি অসাবধানতাবশত হয়ে গেছে। ইচ্ছাকৃত নয়।

তিনি আরও বলেন, ঘটনাটি সত্যি। তবে আমাদের প্রশ্ন, ভিডিওটি ধারণ করলো কে আর সেটি প্রচারই বা কে করলো। বিষয়টি জানতে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। রোববারের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence