ঢাকা বোর্ডের ৭২ এসএসসি পরীক্ষার্থীর ফল বাতিল

৩১ অক্টোবর ২০২৩, ০১:০৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিভিন্ন অপরাধ করায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৭২ শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে। এছাড়া এক পরীক্ষার্থী দুই বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না বলে জানানো হয়েছে। গত ১০ অক্টোবর ‘শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, ‘ক’ শ্রেণিভুক্ত অপরাধ করায় ৭২ শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে। আর ‘গ’ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হওয়া এক শিক্ষার্থীর পরীক্ষা দুই বছরের জন্য বাতিল করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, ‘‘২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনান্তে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন, বহিষ্কৃত ছাত্র/ছাত্রীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা, নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শান্তি আরোপের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।’’

ভোটের ইশতেহারে কওমী শিক্ষা: বাস্তবতা ও প্রত্যাশা
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সেনাবাহিনীর আন্দোলনের ছবিটি ‘এআই’
  • ২৯ জানুয়ারি ২০২৬
পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেখেছেন ৮ বার, টাইম ম্যাগাজিনকে নিজের পছন্দের মুভির নাম বলল…
  • ২৯ জানুয়ারি ২০২৬