৮ কোটি পাঠ্যবই কিনবে সরকার, খরচ ২৭৪ কোটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৯:০৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য প্রায় আট কোটি পাঠ্যবই কেনা হবে। ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সরকার এসব বই কিনবে। এই বইয়ের জন্য খরচ ধরা হয়েছে প্রায় ২৭৪ কোটি টাকা।
আজ বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সঙ্গে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। কমিটি এই বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল হাসান বলেন, প্রাথমিক ও মাধ্যমিকের জন্য সরকার ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৩৯টি বই কিনবে।
আরও পড়ুনঃ বাসা বন্ধ পেয়ে ভোরে বান্ধবীসহ হলের গেস্টরুমে অবস্থান নেন ছাত্রলীগ নেতা
এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জন্য ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য সরকারের ৯৪ কোটি ২৮ লাখ টাকা খরচ হবে।
এছাড়া মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জন্য ৪ কোটি ৪৫ লক্ষ ৫৭ হাজার ৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ ধরা হয়েছে ১৮০ কোটি ২ লাখ টাকা।