মাধ্যমিকে ভর্তি সহজ করতে কাজ করবে উপকমিটি

মাধ্যমিকে ভর্তি সহজ করতে কাজ করবে উপকমিটি
মাধ্যমিকে ভর্তি সহজ করতে কাজ করবে উপকমিটি  © ফাইল ফটাে

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত  সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তি সহজ করতে তিন সদস্যের যাচাই-বাছাই উপকমিটি গঠন করা হয়েছে।  বুধবার (২১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর।

তাতে জানানো হয়েছে, গঠিত ভর্তি উপকমিটি রাজধানীর যেসব শিক্ষার্থী (সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোন) লটারিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের যাচাই-বাছাই করে ভর্তির ব্যবস্থা করবে। 

এছাড়া ঢাকা মহানগরী ছাড়া অন্যান্য মহানগরী ও জেলার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি নীতিমালা- ২০২২ এ গঠিত কমিটি সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির আবেদন উল্লিখিত নির্দেশনার আলোকে যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয়েছে ওই কমিটিতে।

এতে আরও বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক থাকার পরও সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনকে ভর্তি করা না হলে এবং পরবর্তী সময়ে তা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের দায় থাকবে।

ওই আদেশে আরও বলা হয়, মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা- ২০২২ জারি করা হয়েছে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য। ওই নীতিমালায় স্পষ্ট করা হয়েছে সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোন এর ভর্তি সংক্রান্ত বিষয়টি। নীতিমালায় ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অভিভাবক ও সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের কোটায় ভর্তিচ্ছুদের ভর্তির বিষয়টি সহজ করার লক্ষ্যে শুধুমাত্র সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির জন্য যাচাই-বাছাই উপ-কমিটি গঠন করা হলো বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: সমাজে পিছিয়ে পড়াদের এগিয়ে আনবো, শিক্ষা-চাকরি দেবো: প্রধানমন্ত্রী

এ উপকমিটি কমিটিতে ভর্তি যাচাই-বাছাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক আহ্বায়ক থাকবেন। সদস্য দুই জনের মধ্যে প্রথম সদস্য থাকবেন সহকারী প্রধান শিক্ষক/সিনিয়র শিক্ষক আর দ্বিতীয় সদস্য থাকবেন সহকারী শিক্ষক।

এছাড়াও উপকমিটি কাজ করবে:

১) যেসব সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোন (প্রথম থেকে নবম শ্রেণি) কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেনি, তাদের যাচাই-বাছাই ভর্তি করতে হবে।

২) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আগে থেকে অধ্যয়নরত সহোদর/ সহোদরা বা যমজ ভাই-বোনের বিষয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে পিতা-মাতার নাম, জন্ম তারিখ, অধ্যয়নরত শ্রেণি, শিক্ষার্থীর আইডি নম্বর উল্লেখ থাকতে হবে।

৩) আবেদনের সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্ম সনদের সত্যায়িত কপি, জন্ম সনদের অনলাইন কপি, পিতা-মাতার জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রের সব মূল কপির সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

৪) পিতা-মাতা কর্তৃক সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোনের বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা থাকতে হবে।

৫) এ সুবিধা কোনও দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

৬) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানে সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের প্রাপ্ত আবেদনগুলো নিষ্পত্তি করতে হবে।

৭) আগামী ১৫ জানুয়ারির মধ্যে তালিকা করে ঢাকা মহানগরী ভর্তি কমিটি'র সভাপতি বরাবর পাঠাতে হবে।

৮) সহোদর/ সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির বিষয়ে অভিভাবক কর্তৃক দাখিলকৃত প্রতিটি আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। যাচাই পরবর্তী কোনও আবেদন ভর্তির জন্য বিবেচিত না হলে, তার উপযুক্ত কারণ উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে।


সর্বশেষ সংবাদ