মাধ্যমিকে ভর্তি সহজ করতে কাজ করবে উপকমিটি

২১ ডিসেম্বর ২০২২, ১১:২৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
মাধ্যমিকে ভর্তি সহজ করতে কাজ করবে উপকমিটি

মাধ্যমিকে ভর্তি সহজ করতে কাজ করবে উপকমিটি © ফাইল ফটাে

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত  সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তি সহজ করতে তিন সদস্যের যাচাই-বাছাই উপকমিটি গঠন করা হয়েছে।  বুধবার (২১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর।

তাতে জানানো হয়েছে, গঠিত ভর্তি উপকমিটি রাজধানীর যেসব শিক্ষার্থী (সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোন) লটারিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের যাচাই-বাছাই করে ভর্তির ব্যবস্থা করবে। 

এছাড়া ঢাকা মহানগরী ছাড়া অন্যান্য মহানগরী ও জেলার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি নীতিমালা- ২০২২ এ গঠিত কমিটি সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির আবেদন উল্লিখিত নির্দেশনার আলোকে যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয়েছে ওই কমিটিতে।

এতে আরও বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক থাকার পরও সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনকে ভর্তি করা না হলে এবং পরবর্তী সময়ে তা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের দায় থাকবে।

ওই আদেশে আরও বলা হয়, মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা- ২০২২ জারি করা হয়েছে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য। ওই নীতিমালায় স্পষ্ট করা হয়েছে সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোন এর ভর্তি সংক্রান্ত বিষয়টি। নীতিমালায় ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অভিভাবক ও সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের কোটায় ভর্তিচ্ছুদের ভর্তির বিষয়টি সহজ করার লক্ষ্যে শুধুমাত্র সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির জন্য যাচাই-বাছাই উপ-কমিটি গঠন করা হলো বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: সমাজে পিছিয়ে পড়াদের এগিয়ে আনবো, শিক্ষা-চাকরি দেবো: প্রধানমন্ত্রী

এ উপকমিটি কমিটিতে ভর্তি যাচাই-বাছাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক আহ্বায়ক থাকবেন। সদস্য দুই জনের মধ্যে প্রথম সদস্য থাকবেন সহকারী প্রধান শিক্ষক/সিনিয়র শিক্ষক আর দ্বিতীয় সদস্য থাকবেন সহকারী শিক্ষক।

এছাড়াও উপকমিটি কাজ করবে:

১) যেসব সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোন (প্রথম থেকে নবম শ্রেণি) কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেনি, তাদের যাচাই-বাছাই ভর্তি করতে হবে।

২) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আগে থেকে অধ্যয়নরত সহোদর/ সহোদরা বা যমজ ভাই-বোনের বিষয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে পিতা-মাতার নাম, জন্ম তারিখ, অধ্যয়নরত শ্রেণি, শিক্ষার্থীর আইডি নম্বর উল্লেখ থাকতে হবে।

৩) আবেদনের সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্ম সনদের সত্যায়িত কপি, জন্ম সনদের অনলাইন কপি, পিতা-মাতার জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রের সব মূল কপির সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

৪) পিতা-মাতা কর্তৃক সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোনের বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা থাকতে হবে।

৫) এ সুবিধা কোনও দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

৬) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানে সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের প্রাপ্ত আবেদনগুলো নিষ্পত্তি করতে হবে।

৭) আগামী ১৫ জানুয়ারির মধ্যে তালিকা করে ঢাকা মহানগরী ভর্তি কমিটি'র সভাপতি বরাবর পাঠাতে হবে।

৮) সহোদর/ সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির বিষয়ে অভিভাবক কর্তৃক দাখিলকৃত প্রতিটি আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। যাচাই পরবর্তী কোনও আবেদন ভর্তির জন্য বিবেচিত না হলে, তার উপযুক্ত কারণ উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬