ভিকারুননিসায় ২৩০৬ পরীক্ষার্থীর ২০২৫ জনই জিপিএ-৫ পেয়েছে

ফল পেয়ে উচ্ছ্বাস শিক্ষার্থীদের
ফল পেয়ে উচ্ছ্বাস শিক্ষার্থীদের  © টিডিসি ফটো

এবারের এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি প্রকাশিত ফলাফলে ২ হাজার ৩০৬ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৫ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির এ বছর পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। ১৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয়নি।

এবার ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৯ জন, মানবিকে ২৭ জন, বাকি ১৯১৯ জন বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আজ সোমবার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার।

তিনি বলেন, তার স্কুলের মেয়েরা বরাবরই ভালো করে। এবারও প্রত্যাশা অনুযায়ী অনেক ভালো করেছে। ওদের ফলাফলে সবাই খুশি। তিনি আশা করেন, শিক্ষার্থীরা এই ধারা এইচএসসিতেও ধরে রাখবে।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার এসএসসি পরীক্ষা দেয়ার জন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২ হাজার ২২৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ হাজর ৩০৬ জন। এবার মোট ৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।


সর্বশেষ সংবাদ