বাউবির এসএসসির ফলে মেয়েদের থেকে এগিয়ে ছেলেরা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ফলাফলে পাসের হারে এবছর মেয়েদের চেয়ে এগিয়ে আছেন ছেলেরা। বাউবির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, উক্ত সেশনে নয় হাজার তিন জন ছাত্র উত্তীর্ণ হয়েছেন এবং ছাত্রী উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ছয়শত পাঁচ জন। আজ ২০২২ সালের এসএসসি ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করে বাউবি।

রবিবার (২০ নভেম্বর)  এ তথ্য নিশ্চিত করেছেন বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: আব্দুল হাই (বাবু)।

আরও পড়ুন: ঢাকা কলেজের নকশা গ্যাসটিনের, ভিত্তিপ্রস্তর ড্যানিয়েলের

তিনি বলেন, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট সাতচল্লিশ হাজার আটশত দুই জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে চূড়ান্ত পরীক্ষায় বাইশ হাজার দুইশত একাত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট চৌদ্দ হাজার ছয়শত আট জন শিক্ষার্র্থী কৃতকার্য হয়। পাশের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ। একইসাথে ১ম বর্ষের ২৫, ৫৩১ পঁচিশ হাজার পাঁচশত একত্রিশ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

ফলাফল www.bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.ac.bd ঠিকানায় পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ