এসএসসি পরীক্ষা

ভুল কেন্দ্রে আসা মিমকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

মিম ও পুলিশ
মিম ও পুলিশ  © সংগৃহীত

এবছর এসএসসি পরীক্ষার্থী দিচ্ছেন মিম। সকাল ১১ টায় পরীক্ষা শুরু। সকালেই সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হন। তবে উত্তরার পরীক্ষার কেন্দ্রে এসে হতভম্ব হয়ে পরেন। নিজ কেন্দ্রে না গিয়ে ভুল কেন্দ্রে চলে এসেছেন তিনি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌছাতে সময় লেগে যাবে অনেক। 

করনীয় ঠিক করতে পারছিলেন না মিম। ঠিক সে সময় এগিয়ে আসে উত্তরা পশ্চিম থানার পুলিশ। মিমকে তারা জানান, ‘তুমি চিন্তা করো না, মা আমরা তোমাকে ঠিক টাইমেই পোঁছে দিচ্ছি।’ অতঃপর মিমকে তাদের গাড়িতে তোলে পুলিশ। তাকে দ্রুতই নিয়ে যাওয়া হয় উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে।  

আরও পড়ুন: সাত কলেজের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পর স্থগিত ঘোষণা

পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম প্রতি মুহুর্তে মিমকে স্বাভাবিক রাখতে বারবার কথা বলে যাচ্ছিলেন। দ্রুতই মিমকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ। অতঃপর হাসি মুখে কেন্দ্রে প্রবেশ করেন মিম।

তাকে ঠিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে কি না তা দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম।


সর্বশেষ সংবাদ