হাপুনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ১০:৫৬ AM

বগুড়ার শেরপুর উপজেলার হাপুনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) <span;>চল মাতি উচ্ছ্বাসে, ফিরে যাই ক্যাম্পাসে—এই স্লোগানকে ধারণ করে<span;> প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে আসে শত শত প্রাক্তন শিক্ষার্থী।
রঙিন বেলুন উড়িয়ে শুরু হয় পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা। এরপর সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করে প্রতিষ্ঠানের চত্বরে প্রাণ জাগিয়ে তোলে।
এদিন স্কুল প্রাঙ্গণ মুখর ছিল আড্ডা, হাসি, স্মৃতিচারণ আর সংগীতের সুরে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এক আবেগঘন বক্তব্যে সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য গর্ব প্রকাশ করেন।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি চারটি এলাকার ঐক্যের প্রতীক। বিদ্যালয়ের নামেও এর প্রতিফলন রয়েছে—মহাবাগ শব্দটি এসেছে মোহাজের, হাপুনিয়া, বাগড়া ও গোসাইবাড়ী—এই চারটি এলাকার নামের প্রথম অক্ষর থেকে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ১,০৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
প্রাক্তন শিক্ষার্থীদের কেউ সরকারি অফিসার, কেউ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, কেউবা শিক্ষা কিংবা উদ্যোক্তা খাতে সাফল্যের স্বাক্ষর রাখছেন। এই পুনর্মিলনীতে তারা সবাই একত্রিত হন পুরনো বন্ধনকে নতুন করে জাগিয়ে তুলতে।
দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, র্যালি, কনসার্ট, র্যাফেল ড্র, খেলাধুলা ও আরও নানা আনন্দঘন আয়োজন। স্মৃতি, সঙ্গীত আর বন্ধুত্বের আবহে দিনটি রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে।