‘সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার’ পদের গ্রেড উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি

স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান  © টিডিসি ফটো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণের ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। 

এ সময় তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১৯৭৮ সালে সৃষ্টি করা হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এরপর থেকে দীর্ঘ ৩০ বছর ধরে ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, আহাম্মেদ আলী, জোতিষ রঞ্জন দাশ, কাজী নাদিমুল হক, আরতি ব্যানার্জি ও মো: রাজিব মিয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ