স্নাতক পড়ুয়াদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বৃত্তি

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট। ১০ ফেব্রুয়ারির মধ্যে এ বৃত্তির জন্য আবেদন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতক পড়ুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাই শুধুমাত্র এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০১২ সালে “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট” গঠন করা হয় । ট্রাস্ট ফান্ড থেকে স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, আর্থিক সহায়তা, অনুদান ও উচ্চ শিক্ষায় ফেলোশিপ প্রদান করা হচ্ছে ।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ

উপবৃত্তি প্রাওয়ার শর্তাবলি:

* উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে স্নাতক, ডিগ্রী /ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
* নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।
* উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
* অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে দেখুন


সর্বশেষ সংবাদ