ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন সৌদি আরবে

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়, সৌদি আরব  © সংগৃহীত

আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখনো সারাবিশ্বে শীর্ষস্থানীয়। তবে বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই। দেশটিতে রয়েছে উন্নত ও আধুনিক সব সুবিধাসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। যার অধীনে প্রায় ২৫টি সরকারি উঁচুমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে।

তেমনি একটি স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তার্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের মাধ্যমে পিএইচডি করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ জানুয়ারি।

পড়ুন স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়

‘ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ’ এর আওতায় শিক্ষর্থীদের সম্পূর্ণ খরচ বহন করবে কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও বিমানে আসা-যাওয়ার খরচ, আবাসন ব্যবস্থা, মাসিক উপবৃত্তি ও স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

শিক্ষার্থীরা ব্যবসা প্রশাসন, কম্পিউটার প্রকৌশল, কম্পিউটার নেটওয়ার্ক, গাণিতিক বিজ্ঞান, পরিসংখ্যান, আর্কিটেকচার, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ বেশ কয়েকটি বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। বিষয়গুলো সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় সৌদি আরবের দাহরানে অবস্থিত একটি সরকারী বিশ্ববিদ্যালয়। সৌদি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এবং ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো দেশের পাশাপাশি সমগ্র অঞ্চলে সর্বাধিক সম্মানিত। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* মাসিক উপবৃত্তি দেয়া হবে।
* আবাসনের ব্যাবস্থা।
* স্বাস্থ্য বীমা।
* পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
* গবেষণা ও বই প্রকাশের সুযোগ।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন ইউরোপের দেশ রোমানিয়ায়

যোগ্যতার মানদণ্ড:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তরে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম জিপিএ ৩ পেতে হবে।
* কমপক্ষে ১৬ বছরের শিক্ষাগত রেকর্ড।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৭৯ পেতে হবে।
* জিআরই পরীক্ষায় সন্তোষজনক স্কোর তুলতে হবে।

প্রয়োজনীয় নথি:

* পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* তিনটি রেফারেন্স লেটার।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* জীবনবৃত্তান্ত (সিভি)।
* পাসপোর্ট সাইজের ছবি।
* রিসার্চ প্রপোজাল।
* আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ।
* জিআরই সনদ।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ