ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন অক্সফোর্ডে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১০:৪৪ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২১, ১০:৪৪ AM
স্নাতকোত্তরে ফূল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ জানুয়ারি।
‘উইডেনফেল্ড-হফম্যান স্কলারশিপ এবং লিডারশিপ প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া উপবৃত্তি হিসেবে ১৫ হাজার ৬০৯ পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৭ লক্ষ ৬৯ হাজার টাকা।
শিক্ষার্থীরা সিভিল ল, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, অ্যাডভান্সড কম্পিউটার সোয়েন্স, আফ্রিকান স্টাডিজ, বায়োডাইভার্সিটি, কনজারভেশন এন্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল পলিসি, চািইনিজ স্টাডিজ, ডিপ্লোম্যাটিক স্টাডিজ, এডুকেশন, এনার্জি সিস্টেমস, এনভারনমেন্টাল চ্যাঞ্জ এন্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ইন্টারভেনশন এন্ড পলিসি ইভালুয়েশন, ফিন্যান্সিয়াল ইকোনমিক্স, গ্লোবাল গভার্ন্যান্স এন্ড ডিপ্লোম্যাসি, হেলথ সায়েন্স এন্ড ইপিডেমিওলোজি, ইন্টারন্যাশনাল হেলথ এন্ড ট্রপিক্যাল মেডিসিন, ইসলামিক স্টাডিজ এন্ড হিস্টোরি, মাইগ্রেশন স্টাডিজ, সোশ্যাল সায়েন্স ও ওয়াটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন।
র্যাংকিং যাই হোক না কেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অতুলনীয়। একাদশ শতকে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি ইংলিশভাষীর জন্য প্রতিষ্ঠিত একটি প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। ঐতিহ্যিক গাম্ভীর্যের দিক থেকে অক্সফোর্ড এখনো পৃথিবীর শ্রেষ্ঠ ও মর্যাদাকর শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* উপবৃত্তি হিসেবে ১৫ হাজার ৬০৯ পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৭ লক্ষ ৬৯ হাজার টাকা।
আবেদনের যোগ্যতা:
* নির্ধারিত স্নাকোত্তর বিষয়ে আবেদন করতে হবে।
* তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক হতে হবে।
* কাের্স শেষে দেশের ফিরে যেতে ইচ্ছুক হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটি তে নূন্যতম ১০০ পেতে হবে। অথবা আইইএলটিএস এ কমপক্ষে ৭ স্কোর তুলতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।