রোটারি পিস ফেলোশিপে স্নাতকোত্তর করুন বিশ্বের ৭ দেশে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৯:১১ PM

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারি পিস ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মে ২০২৫।
এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে।
মোট ১৩০টি স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে স্নাতকোত্তরে ৫০টি এবং একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ৮০টি স্কলারশিপ প্রদান করা হবে। রোটারি পিস স্কলারশিপ প্রোগ্রামটি বিশ্বের সম্মানজনক স্কলারশিগুলোর মধ্যে অন্যতম।
সুযোগ-সুবিধা—
১৫ থেকে ২৪ মাস মেয়াদি স্নাতকোত্তরের জন্য এবং ১ বছর একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের রোটারি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অর্থায়ন করবে।
*টিউশন ফি মওকুফ করবে;
*আবাসন সুবিধা প্রদান করবে;
*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;
*ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডিজের খরচ দেবে;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
*কোনো আবেদন ফি লাগবে না;
*ইন্টার্নশিপেরও সুযোগ রয়েছে;
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষা নিন দক্ষিণ কোরিয়ায়, স্কলারশিপ ১,৮২০টি
আবেদনের যোগ্যতা—
*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
*নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে হবে;
*বর্তমানে স্নাতক বা স্নাতক প্রোগ্রামে নথিভুক্ত প্রার্থীরা আবেদনের যোগ্য নন;
*শান্তি বা উন্নয়নমূলক কাজের ওপরে স্নাতকোত্তরের জন্য ৩ বছর ও ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
প্রয়োজনীয় নথিপত্র—
*একটি জীবনবৃত্তান্ত (সিভি);
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*পেশাদার রিকমেন্ডেশন;
*প্রবন্ধ;
*প্রশংসাপত্র;
*ইংরেজি দক্ষতার সনদ;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর করুন ফ্রান্সে, থাকছে ভ্রমণ ও ভিসা খরচ
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫।