গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, থাকছে ১৫ লাখ টাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০৮:৪২ PM

উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের অন্যতম স্বপ্নের গন্তব্য যুক্তরাজ্য। দেশটিতে প্রায় ১৩০টিরও বেশি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা গুণগত শিক্ষার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এছাড়া, পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও বৃহৎ গ্রন্থাগার, ব্রিটিশ লাইব্রেরিও এখানে অবস্থিত। তবে ব্যয়বহুল শিক্ষাব্যবস্থার কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে যুক্তরাজ্যে পড়াশোনা করা সহজ হয়ে ওঠে না। অনেকেই মনে করেন, দেশটির স্কলারশিপগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক, তাই আবেদন করতেও দ্বিধাগ্রস্ত হন। কিন্তু বাস্তবে যুক্তরাজ্যের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তির সুযোগ।
এ ধরনের একটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ হলো ‘গ্রেট স্কলারশিপ’। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়ের ভিন্নতা রয়েছে।
যুক্তরাজ্য সরকারের ‘গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন’ এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই স্কলারশিপ প্রদান করা হয়।
সুযোগ-সুবিধা—
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে। বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ ৭৫ হাজার ১৪ টাকা।
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও
আবেদেনের যোগ্যতা—
*অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;
*স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে। প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে;
*যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
*ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে সম্পর্ক স্থাপন করতে হবে;
*যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে;
*ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ও গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে;
*গ্রেট স্কলারশিপের একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে;
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালিতে, লাগবে না আইইএলটিএস
আবেদনপ্রক্রিয়া—
আবেদনকারীকে গ্রেট স্কলারশিপবিষয়ক বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সে বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।