আইইএলটিএস ছাড়াই বিনা মূল্যে স্নাতকোত্তর সুইডেনে, স্কলারশিপ ৭০০-এর অধিক, আবেদন করুন দ্রুতই

সুইডেনে বিনা মূল্যে এসআই স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করতে হবে দ্রুতই
সুইডেনে বিনা মূল্যে এসআই স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করতে হবে দ্রুতই  © প্রতীকী ছবি

আইইএলটিএস ছাড়াই আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেন সরকার। সুইডেনের বেশির ভাগ ইউনিভার্সিটি বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে, যা আপনাকে বিনা খরচে পড়াশোনার সুযোগ করে দিতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডিশ ইনস্টিটিউট (এসআই) স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ৭০০টির বেশি স্কলারশিপ দেবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য। 

বাংলাদেশসহ ৩২টি দেশের নাগরিক সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (এসআই স্কলারশিপ) নামের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। আবেদনের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি ২০২৫। 

সুযোগ-সুবিধা—

*জীবনযাত্রার খরচের জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার দেবে;

*ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান দেবে;

*স্বাস্থ্য বিমা প্রদান করবে;

*এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ প্রদান করবে, যা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদনের যোগ্যতা—

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*স্নাতক ডিগ্রি থাকতে হবে ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ফুলটাইম প্রায় দেড় বছর কাজের অভিজ্ঞতার সমতুল্য);

*সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির;

*স্নাতকোত্তরের যে প্রোগ্রামে আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের যোগ্য হতে হবে;

*একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবশ্যই নিশ্চিত করতে হবে এবং ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে;

*আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, মাসে দেবে ১ লাখ ৯৬ হাজার

দরকারি কাগজপত্র—

*সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);

*লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);

*কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);

*বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*মোটিভেশন লেটার;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন জাপানে, প্রতি কর্মদিবসে থাকছে ২৪০০ ইয়েন

আবেদনপদ্ধতি—

আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের এই ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence