উচ্চশিক্ষায় পছন্দের শীর্ষে কানাডা, দেখুন সেরা ১০ বিশ্ববিদ্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০১:০৬ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০১:৩৬ PM
শুধুমাত্র বাংলাদেশী শিক্ষার্থীই নয়, পৃথিবীর প্রায় সকল দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রথম পছন্দ হচ্ছে কানাডা। জীবন মানের বিবেচনায় কানাডা অবস্থান শীর্ষ তিনে। কানাডা বিশ্বের অভিবাসিদের এক নম্বর পছন্দনীয় দেশ হিসেবে এরই মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এছাড়া অনেকে ভ্রমণের জন্য কানাডায় যেতে চায়।
কেন কানাডায় উচ্চশিক্ষা করতে যাবেন?
কানাডা এখন বিভিন্ন দেশের মানুষের কাছে বসবাসের জন্য স্বপ্নের দেশে পরিনত হয়েছে। যেসব কারনে কানাডা এখন অনেক দেশের তুলনায় ভাল অবস্থানে রয়েছে তার মাঝে অন্যতম হচ্ছে কানাডার আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং বেঁচে থাকার জন্য ভেজাল মুক্ত খাবার, বিশুদ্ধ পানির সরবরাহ, সুশাসন ও সামাজিক নিরাপত্তা। এছাড়াও কানাডার বিচার ব্যবস্থা স্বাধীন। নারী ওপুরুষের মধ্যে বৈষম্য অনেক কম। দেশটির যোগাযোগ ব্যবস্থা আধুনিক। শহরগুলোতে পৃথিবীর সেরা গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা বিদ্যমান। ব্যাংকিং ও বীমা সেক্টর শক্ত ভিত্ত্বির উপর প্রতিষ্ঠিত।
ইংরেজী প্রধান ভাষা হওয়ায় অভিবাসী মানুষদের জন্য নতুন দেশে মানিয়ে নেয়া সহজ হয়। কানাডা অনেক শিল্পপ্রতিষ্ঠান ,কফি শপ, ছোট বড় শপিংমল আছে যেখানে শিক্ষার্থীরা কাজ করতে পারে। কানাডায় বেকারত্বের হার খুবই কম গড়ে ৬ শতাংশ। কানাডায় মাথাপিছু গড় আয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এজন্য চাকরিরত অবস্থায় ইনকামের পরিমানও বেশি হয়।
কানাডায় বিদেশী শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার সুযোগ পেয়ে থাকে। আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়েই পার্টটাইম চাকরি করার সুযোগ পাবেন। এছাড়াও ,বাংলাদেশসহ সারা বিশ্বে কানাডার সার্টিফিকেট গ্রহণযোগ্য। আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম তাই লেখাপড়া শেষ করে পার্মানেন্ট হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া হয় কানাডায়।
আজ আমরা কানাডার সেরা প্রতিষ্ঠান সম্পর্কে জানব।
১. কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় আছে শীর্ষে। ১০০–এর মধ্য স্কোর ৮৬ দশমিক ৩। এটি ২০২৪ সালের কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে ২১তম অবস্থানে আছে।
২. কানাডার মন্ট্রিলে অবস্থিত ম্যাকগিল বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। স্কোর ৮৩ দশমিক ৭। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের করা তালিকায় ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩০তম।
৩. ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া কানাডার তৃতীয় সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশটির ভ্যাঙ্কুভারে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস। ৮১ দশমিক ৫ স্কোর নিয়ে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে ৩৪তম অবস্থানে।
৪. কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা দেশটির এডমন্টন শহরের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ৫৮ দশমিক ৩ স্কোর নিয়ে বিশ্বব্যাপী করা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আছে ১১১তম স্থানে। এটি কানাডার চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয়।
৫. কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়টি কিউএসের করা তালিকায় আছে ১১২তম অবস্থানে। ১০০–এর মধ্য বিশ্ববিদ্যালয়টির স্কোর ৫৮ দশমিক ১। ওয়াটারলু বিশ্ববিদ্যালয় কানাডার পঞ্চম সেরা বিশ্ববিদ্যালয়।
৬. ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ৫৭ দশমিক ৪ স্কোর নিয়ে বিশ্বের ১১৪তম অবস্থানে আছে। এটি দেশটির ষষ্ঠ সেরা বিশ্ববিদ্যালয়।
৭. ইউনিভার্সিটি ডি মন্ট্রিল সারা বিশ্বের ১৪১তম তালিকার একটি বিশ্ববিদ্যালয়। কিউএস র্যাংকিংয়ে ৫২ দশমিক ১ স্কোর নিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি দেশের সপ্তম সেরা বিশ্ববিদ্যালয়।
৮. ইউনিভার্সিটি অব ক্যালগারির স্কোর ৪৭ দশমিক ৯। এটি কানাডার অষ্টম সেরা বিশ্ববিদ্যালয়।
৯. কানাডার হ্যামিলটনের ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়টি ৪৬ দশমিক ৮ স্কোর নিয়ে বিশ্বের ১৮৯তম বিশ্ববিদ্যালয়। এটি দেশটির নবম সেরা বিশ্ববিদ্যালয়।
১০. অটোয়া বিশ্ববিদ্যালয় কানাডার দশম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ব তালিকার ২০৩ র্যাংঙ্কিয়ে থাকা বিশ্ববিদ্যালয়টির স্কোর ৪৫ দশমিক ২।
নর্থ আমেরিকার দেশ কানাডা মূলত শীত প্রধান একটি দেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশের আয়তন ৯.৯৮ মিলিয়ন বর্গকিলোমিটার আর জনসংখ্যা ৩,৭৯,৭১,০২০ জন। এই দেশের অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ ও ইংরেজী এবং মুদ্রা কানাডিয়ান ডলার। এই দেশের জিডিপি $১.৮১২ ট্রিলিয়ন আর পার কাপিটা জিডিপি হল ৪৯,৯৩১ ডলার। এই দেশের রাজধানী অটোয়া আর সর্ববৃহৎ শহর টরেন্টো।