স্নাতকোত্তর-পিএইচডি করুন আয়ারল্যান্ডে, সঙ্গে থাকছে ২৯ লাখ টাকা

স্নাতকোত্তর-পিএইচডি করুন আয়ারল্যান্ডে
স্নাতকোত্তর-পিএইচডি করুন আয়ারল্যান্ডে  © সংগৃহীত

ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য দেশটি খুবই জনপ্রিয়। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৩ শতাংশই রয়েছে দেশটিতে। বর্তমানে অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। এর অন্যতম কারণ হচ্ছে উচ্চশিক্ষায় আয়ারল্যান্ডের বিভিন্ন স্কলারশিপ। 

এর মধ্যে অন্যতম ফুল-ফ্রি স্কলারশিপ হচ্ছে “পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম”। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ অক্টোবর ২০২৪। 

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে
* ট্রিনিটি কলেজ ।
* আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
* ডাবলিন সিটি ইউনিভার্সিটি ।
* ডুনডাক ইনস্টিটিউট অব টেকনোলজি ।
* ম্যারি ইমাকুলেট কলেজ ।
* ডাবলিন ডেন্টাল হসপিটাল ।
* কোলাইস্ট মুইরে মারিনো ।
* মাইনথ ইউনিভার্সিটি ।
* মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
* ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন ।
* ন্যাশনাল কলেজ অব আয়ারল্যান্ড ।
* ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড ।
* আরসিএসআই ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্স ।
* রয়েল আইরিশ একাডেমী ।
* রয়েল আইরিশ একাডেমী অব মিউজিক ।
* সাউথ ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
* টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব দ্য শেনন
* ইউনিভার্সিটি অব কর্ক ।
* ইউনিভার্সিটি অব লিমার্ক ।
* ডুন লাওহের ইনস্টিটিউট অব আর্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি ।

সুযোগ-সুবিধা
* টিউশন ফি মওকুফ। 
* শিক্ষার্থীরা বছরে হাতখরচ বাবদ ২২ হাজার ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ২৯ লক্ষ ২৩ হাজার ৭১১ টাকা) পাবেন।
* ৩ হাজার ২৫০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৪ লক্ষ ৩১ হাজার ৯১১ টাকা) গবেষণা খরচ প্রদান করে থাকে।
* কন্ট্রিবিউশন ফি ৫ হাজার ৭৫০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৭ লক্ষ ৬৪ হাজার ১৫১ টাকা) পর্যন্ত দেওয়া হয়ে। 

প্রয়োজনীয় নথিপত্র
* পাসপোর্টের কপি ।
* সার্টিফিকেট।
* রেকমেন্ডেশন লেটার ।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট ।
* রিসার্চ প্রপোজাল ।
* সুপারভাইজার ফরম ।
* স্টেটমেন্ট অব পারপাস।

আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা
 
যেসব বিষয় অধ্যয়ন করা যাবে
* ইঞ্জিনিয়ারিং।
* হিউম্যানিটিজ ও আর্টস বিজনেস ।
* আইন । 
* ন্যাচারাল সায়েন্স ।
* হেলথ সায়েন্স ।
* জেনারেল সায়েন্স । 
* সোশ্যাল সায়েন্স। 

আরও পড়ুন: এক ক্লিকে দেখুন ইউরোপের দেশ স্লোভেনিয়ার সেরা নয় স্কলারশিপ

আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে। সাবমিট করা কাগজপত্রের ভাষা ইংরেজি অথবা আইরিশ হতে হবে। 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence