আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কারে অংশ নিয়ে জিতুন চার লাখ টাকা ও স্বর্ণপদক

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট  © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার প্রদানে বিদেশি নাগরিক, প্রতিষ্ঠান বা সংস্থা হতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পুরস্কার ২০২৫’ ও জাতীয় নাগরিক, প্রতিষ্ঠান বা সংস্থা হতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পুরস্কার ২০২৫’-এর জন্য আবেদন বা প্রস্তাবনা আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবরের (বর্ধিত সময়) মধ্যে আবেদন করতে পারবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের প্রধান পৃষ্ঠপোষক, গৌরবোজ্জ্বল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫-এ ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পুরস্কার ২০২৫’ এবং ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পুরস্কার ২০২৫’ প্রদান করবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে এই ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে তা পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

পুরস্কারের মূল্যমান

১৮ (আঠারো) ক্যারেটের ৩৫ (পঁইত্রিশ) গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি প্রশংসাপত্র এবং চার লক্ষ টাকার সমপরিমাণ মার্কিন ডলার পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

আরও পড়ুন: এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরালে গবেষণা বৃত্তি দিচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

পুরস্কারের জন্য বিবেচ্য যোগ্যতা

*মাতৃভাষার সুরক্ষা, প্রচার এবং পুনরুজ্জীবনের জন্য অবদান;

*মাতৃভাষার চর্চা ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষভাবে প্রমাণিত অবদান (প্রকাশিত মানসম্পন্ন বই প্রমাণ হিসেবে জমা দিতে হবে);

*মাতৃভাষার গবেষণার জন্য বিশেষ অবদান;

*মাতৃভাষার সংরক্ষণ, সুরক্ষা এবং পুনরুজ্জীবনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনে বিশেষ অবদান;

*মাতৃভাষা এবং বিদেশি ভাষার প্রচার ও বিস্তারে বিশেষ অবদান;

*মাতৃভাষায় রচিত সাহিত্যকর্মের অনুবাদ এবং অন্যান্য বিষয়ের মৌলিক বই অনুবাদে বিশেষ অবদান (প্রকাশিত মানসম্পন্ন বই প্রমাণ হিসেবে জমা দিতে হবে);

*বিদেশি ভাষায় রচিত বইয়ের অনুবাদ এবং অন্যান্য বিষয়ের বই বাংলায় অনুবাদে বিশেষ অবদান (প্রকাশিত মানসম্পন্ন বই প্রমাণ হিসেবে জমা দিতে হবে);

*সম্ভাব্য পুরস্কারপ্রাপ্তদের ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কার্যক্রম এবং বিশেষ ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোট অবদান বিবেচনা করা হবে;

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৯৩ লাখ টাকার ফেলোশিপ

শর্তাবলি

*আবেদন বা প্রস্তাবনায় কোনো মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রদান বা অস্পষ্ট বিবৃতি থাকলে অথবা সার্টিফিকেট/প্রশংসাপত্র সঠিকভাবে সংযুক্ত করতে ব্যর্থ হলে আবেদন বা প্রস্তাবনা বাতিল বলে গণ্য হবে;

*জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার প্রদানে যোগ্য ব্যক্তি/প্রতিষ্ঠান না পাওয়া গেলে সংশ্লিষ্ট বছরের জন্য পুরস্কার প্রদান ‘স্থগিত’ থাকবে;

*একই ব্যক্তি বা প্রতিষ্ঠান/সংস্থা দ্বিতীয়বার ‘আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার’ পাওয়ার যোগ্য হবেন না;

*এই পুরস্কার মরণোত্তর প্রদান করা হবে না। পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর ব্যক্তি মারা গেলে, তার উত্তরাধিকারীদের মধ্যে মনোনীত উত্তরাধিকারী, ডেপুটি কমিশনার বা রাষ্ট্রদূত/হাইকমিশনারের মাধ্যমে যথাযথভাবে সত্যায়িত উত্তরাধিকার সনদ জমা দিলে, বা উত্তরাধিকারী না থাকলে একজন উপযুক্ত ব্যক্তি তার পক্ষে পুরস্কার গ্রহণ করবেন;

আরও পড়ুন: এসএমই ফাউন্ডেশনের গবেষণা সহায়তা অনুদান

ডাকযোগে কাগজপত্র পাঠানোর ঠিকানা

*পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আইএমএলআই), শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০;

*আবেদন/প্রস্তাবনার ৩টি হার্ড কপি নির্ধারিত সময়ের মধ্যে পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওপরের ঠিকানা অনুযায়ী হাতে হাতে বা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে; 

*একই ফরমেটের সফট কপিও (ওয়ার্ড ফাইল ও পিডিএফ আকারে) imli.moebd@gmail.com-ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে; 

*আবেদন/প্রস্তাবনা অবশ্যই বাংলাদেশ অফিস সময় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা (অফিস বন্ধের দিন ব্যতীত) পর্যন্ত জমা দেওয়া যাবে;

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র অফিসে পৌঁছাতে হবে।
আবেদনের যোগ্যতা ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ