স্নাতকোত্তর শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা

স্নাতকোত্তর শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা
স্নাতকোত্তর শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ছয় থেকে দশ মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। সংস্থাটির মোট তিনটি ইন্টার্নশিপ বর্তমানে চালু রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে ‘ডব্লিউটিও ইন্টার্নশিপ প্রোগ্রাম।’ এটি ডব্লিউটিওর সব সদস্যদেশ বা বিশেষ অঞ্চলের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। দ্বিতীয়টি ‘চায়না এলডিসি ও অ্যাকসেশন প্রোগ্রাম’। তৃতীয়টি হলো ডব্লিউটিও সাপোর্ট প্রোগ্রাম ফর ডক্টরাল স্টাডিজ। দ্বিতীয় ও তৃতীয় প্রোগ্রামটি উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। 

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) একটি আন্তর্জাতিক সংস্থা। যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের  জেনেভা শহরে অবস্থিত। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

সুযোগ–সুবিধা
ডব্লিউটিও ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো সাধারণত ছয় থেকে দশ মাসের জন্য দেওয়া হয়। ইন্টার্ন করার সময় প্রতিদিন ৬০ থেকে ৯০ সুইস ফ্রাঙ্ক প্রদান করে থাকে। ভ্রমনভাতা, মেডিকেল ইনস্যুরেন্সসহ নানা সুযোগ–সুবিধাও প্রদান করে থাকে।

স্নাতকোত্তরে পড়ুন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতা
* ডব্লিউটিও সদস্যরাষ্ট্রের নাগরিক হতে হবে।
* স্নাতক ডিগ্রীধারী হতে হবে।  
* স্নাতকোত্তর অধ্যয়নের কমপক্ষে এক বছর শেষ করতে হবে।
* ইন্টার্নশিপে আবেদনের সময় বয়স কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সী হতে হবে।

আরও পড়ুন: স্নাতকোত্তরে পড়ুন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে ১৫ লাখ টাকা

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ