মিডিয়া ব্যক্তিদের স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ PM
বিশ্বজুড়ে মিডিয়ার সাথে জড়িত ব্যক্তিদের স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক সংবাদমাধ্যমের বৃহত্তম বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা)। “এলিভেট স্কলারশিপ“ এর আওতায় নির্বাচিতদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের মিডিয়ার সাথে জড়িত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ অক্টোবর।
১৯৩৭ সাল থেকে ইনমা ক্রমবর্ধমান পাঠক-দর্শক-শ্রোতা ও বিশ্বজুড়ে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ডের শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বর্তমানে ৮৩টি দেশের ৯ শতাধিক সংবাদমাধ্যমের ২০ হাজারের বেশি ব্যক্তি ইনমার সদস্য। সংবাদমাধ্যমের ব্যবসা, ব্র্যান্ড ও পাঠকদের নিয়ে কাজ করা বিশ্বের বৃহত্তম সংগঠন এটি।
সুযোগ-সুবিধাসমূহঃ-
* বিনা মূল্যে ইনমার মাস্টার্স ক্লাস করার সুযোগ। এ কোর্সে অন্যদের খরচ হয় ৩ হাজার ২০০ ডলার।
* এক বছরের জন্য ইনমার সদস্যপদ পাবেন কেউ এ বৃত্তি পেলে। ইনমার এক বছরের সদস্যপদের জন্য ৭৯৫ ডলার ব্যয় করতে হয়।
* ইনমা এলিভেট স্কলারশিপ পেলে মিলবে সার্টিফিকেটও।
আরও পড়ুন: টিউশন ফিসহ স্কলারশিপ নিয়ে পড়ুন রাশিয়ায়
আবেদনের যোগ্যতাসমূহঃ-
* যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে হবে।
* সংবাদমাধ্যমে ১৫ বছর কাজে যুক্ত থাকতে হবে।
* আবেদনকারীর বয়স ৪৫ বছরের নিচে হতে হবে।
* সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্টের নিচের পদের অবস্থানে থাকতে হবে।
* সংবাদমাধ্যমে শীর্ষ ব্যবস্থাপক হওয়ার ইচ্ছা থাকতে হবে।
* নিজ দেশের সুবিধাবঞ্চিতদের অংশ হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ-
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.inma.org/Initiatives/Elevate/index.html?_zs=w00WP1&_zl=cPlD7