ফুল ফ্রি স্কলারশিপে কাতারে পড়ার সুযোগ, পাবেন মাসিক বৃত্তি

দোহা ইনস্টিটিউট
দোহা ইনস্টিটিউট  © সংগৃহীত

কাতারে দোহা ইনস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে স্নাতকোত্তরে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে কাতার সরকার। ‘দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ-২০২৩’এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ জানুয়ারি ২০২৩।

সুযোগ-সুবিধাসমূহ  
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ একটি সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ। স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নিম্নলিখিত সুবিধা প্রদান করা হবে। 
• সম্পূর্ণ টিউশন ফি। 
• বিনামূল্যে থাকার ব্যবস্থা। 
• মাসিক উপবৃত্তি। 
• স্বাস্থ্য বীমা। 
• রাউন্ড এয়ারফেয়ার ভ্রমণ টিকিট। 

স্কলারশিপের আওতায় বিষয়সমূহঃ-  
• School of Social Sciences and Humanities
• School of Public Administration & Development Economics
• Center for Conflict and Humanitarian Studies

প্রয়োজনীয় নথিপত্র
(১) পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি
(২)স্নাতক  ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিট। 
(৩) বিদেশে উচ্চশিক্ষার বিবরণী। 
(৪) দুইটি রেফারেন্স লেটার। 
(৫) জীবনবৃত্তান্ত। 
(৬) ইংরেজি ভাষা দক্ষতার সনদ ।
(৭) একাডেমিক প্রশংসাপত্র। 

যোগ্যতাসমূহ
দোহা ইনস্টিটিউট স্কলারশিপের জন্য নিম্নলিখিত যোগ্যতাসমূহ বিবেচনা করা হবে।
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
• স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• কোনো নির্দিষ্ট বয়সের প্রয়োজনীয়তা নেই।

আবেদন প্রক্রিয়া
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.dohainstitute.edu.qa/EN/Prospective_Students/Admissions/Pages/AdmissionsDates.aspx


সর্বশেষ সংবাদ