কত পেলে গুচ্ছের ‘সি’ ইউনিটে ভর্তির সুযোগ মিলবে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৩:১৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২২, ০৩:১৮ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ২৩ হাজার ২২৮ জন। এদিকে গুচ্ছের এই ইউনিটে মোট আসন সংখ্যা তিন হাজার ৭০টি। তাই স্বাভাবিকভাবেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন জেগেছে, কত নম্বরে গুচ্ছের বাণিজ্যে ভর্তির সুযোগ মিলবে!
জানা গেছে, গুচ্ছের অন্য ইউনিটগুলোর তুলনায় ‘গ’ ইউনিটে প্রতিযোগিতা তুলনামূলক বেশি। সেসব বিষয় বিবেচনায় গুচ্ছের ‘গ’ ইউনিটে কাট মার্কসও বেশিই হবে। নির্দিষ্টভাবে কোনো নম্বর বলা না গেলেও ৫২-৫৩ এর ওপর নম্বর প্রাপ্তরা ভর্তির আশা করতে পারেন। তারা সার্বিক অর্থাৎ অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিবেচনায় গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে পারেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যে আসন রয়েছে প্রায় ৩ হাজার ৭০টি। এ বছর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫০ কিংবা তার বেশি পেয়েছেন ৮ হাজার ২৬৮ ভর্তিচ্ছু। এই পরিসংখ্যান অনুযায়ী ৫০ এর ওপর পেলেও ভর্তির সুযোগ মিলছে না!
তবে একাধিক ভর্তি বিশেষজ্ঞ বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন, পরিসংখ্যান ও বাস্তবতা এক নয়। গুচ্ছে সুযোগ প্রাপ্তদের এক তৃতীয়াংশ ভর্তিচ্ছু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। এদিকে অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও ভালো বিষয় না পাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। এক্ষেত্রে ৫০ এর ওপর নম্বর প্রাপ্তদের ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন :গুচ্ছের ‘সি’ ইউনিটের ফলের খুঁটিনাটি
এ ব্যাপারে রাজধানীর একটি ভর্তি কোচিংয়ের শিক্ষক ও ভর্তি বিশেষজ্ঞ সানজানা পৃথিবী জানান, গুচ্ছের ‘সি’ ইউনিটে ৫৫ কিংবা তার বেশি পেয়েছেন ৫ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তবে এদের অনেকেই ভর্তি হবেন না। ফলে ৫০ এর ওপর পেলে ভর্তির সম্ভাবনা প্রবল থাকছে। তবে যারা ৪৫ পেয়েছেন তাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নেই।
এ প্রসঙ্গে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, ‘কত নম্বর পেলে চান্স হবে সেটি বলা মুশকিল। কেননা এবার ফল অনেক ভালো হয়েছে।’