১২০-এ ৯৪.৭৫ পেয়ে চবির ভর্তি পরীক্ষায় প্রথম আরমান

মো. আরমান হোসেন
মো. আরমান হোসেন  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলে প্রথম হয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী মো. আরমান হোসেন। তিনি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় (জিপিএ মার্কসসহ) ৯৪.৭৫ পেয়ে এই ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন। আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটেও ১ হাজার ৪৯৪তম হয়েছেন।

আরমানের বাড়ি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ অর্জন করেছিলেন আরমান। তিনি ময়মনসিংহ জেলার নন্দাইল থানার সাহানুজিয়াইল গ্রামের মোহাম্মদ মোজাহারুল ইসলামের ছেলে। তার পিতা পেশায় একজন ফল ব্যবসায়ী ও মা মরজিনা বেগম গৃহিনী। 

চবিতে প্রথম হয়ে বেশ খুশি আরমান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছে, ‘‘আমি অনেক পরিশ্রম করেছি। দেখা গেছে প্রতিদিনই ১৭-১৮ ঘণ্টা পড়েছি। আমার জীবনের সেরা পরিশ্রম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য দিয়েছি বলা যায়। আমি চট্টগ্রাম কমার্স কলেজ থেকে পড়াশোনা করেছি। কলেজে পড়ার সময় থেকেই পড়াশোনার প্রতি সিরিয়াস ছিলাম।’’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি ৩০ নম্বর, হিসাববিজ্ঞান ৩৫ নম্বর এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ ৩৫ নম্বরের এমসিকিউর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএর নম্বর ২০।

আরও পড়ুন: চবি ‘সি’ ইউনিটে ৯ হাজারের মধ্যে ৬ হাজার শিক্ষার্থীই ফেল

এর আগে শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এই ইউনিটে পাস করেছেন ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। তবে ফেল করেছেন ৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী। সে হিসেবে ৭৫.৪৫ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। এবারে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৯ হাজার ২২২ ভর্তিচ্ছু।

আরমান বলেন, আমরা দুই ভাই। বাবা ছোট ব্যবসা করে আমাদের লালন-পালন করছেন। চট্টগ্রাম শহরে থেকেই পড়াশোনা করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও চবিতেই ভর্তি হবেন আরমান। তিনি বলেন, ঢাবিতে যে পজিশন ছিলো তা দিয়ে ফিন্যান্স পাবো না। আমার ফিন্যান্স নিয়ে পড়ার ইচ্ছে। চবিতে ফিন্যান্সেই ভর্তি হবো। এই বিষয়টা অনেক ভালো। বিশ্লেষণধর্মী একটা বিষয়। এছাড়াও বর্তমান সময়ে ভালো চাহিদাও রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence