গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ক্যান্ট পাবলিকের দিগন্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৩:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২২, ০৩:৩৭ PM
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম হয়েছেন দিগন্ত বিশ্বাস।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, দিগন্ত বিশ্বাস দিনাজপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। ভর্তি পরীক্ষায় তিনি ৮২ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ‘বি’ ইউনিটে পাস করেছেন ৫৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।
আরও পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটে উত্তীর্ণ ৫৬.২৬% ভর্তিচ্ছু
এর আগে, গত ১৩ আগস্ট গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।