জাবির ‘সি’ ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে এই ফল প্রকাশ করা হয়। এক নজরে দেখে নেওয়া যাক জাবির 'সি' ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হলেন যারা।

জাবির 'সি' ইউনিটে মেধাতালিকায় ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন শেখ শাহ নেওয়াজ ফয়সাল, দ্বিতীয় হয়েছেন কাজী মো. আশরাফুর রহমান এবং তৃতীয় হয়েছেন এমডি হারুনুর রশীদ।

আরও পড়ুন: বুয়েটে প্রথম, ঢাবিতেও প্রথম তারা।

রোববার (৩১ জুলাই) অনুষ্ঠিত জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। তবে ডিন অফিস সূত্রে জানা গেছে, ৮৫ শতাংশ আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।


সর্বশেষ সংবাদ