বিএসসি টেকনোলজি, হোমিওপ্যাথি ও ইউনানি ভর্তি পরীক্ষার ফল যেকোনো সময়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৬:১৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
বিএসসি টেকনোলজি, হোমিওপ্যাথি, ইউনানি আয়ুবের্দি ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার রাতে অথবা আগামীকাল সোমবার সকালে প্রকাশিত হতে পারে।
রবিবার (৯ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ৭ জুন শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বেসরকারি রওশন জাহান ইউনানী মেডিকেল কলেজ, লক্ষীপুর, বেসরকারি হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ, বগুড়া, বেসরকারি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, জয়কালি মন্দির, ঢাকা, হামদর্দ ইনষ্টিটিউট অব ইউনানী আয়ুর্বেদিক মেডিসিন, গজারিয়া, মুন্সিগঞ্জ এ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য।