মেডিকেলের ফল পুনর্নিরীক্ষায় যত আবেদন পড়ল

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন ২৫ জন শিক্ষার্থী। শিগগিরই তাদের ফল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচাল (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল।

তিনি বলেন, এবার পুনর্নিরীক্ষার আবেদন অনেক কম পড়েছে। ২০-২৫ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। এই খাতাগুলো এখন ম্যানুয়ালি চেক করা হবে। এটি করতে খুব বেশি সময় প্রয়োজন হবে না। আশা করছি দুই/একদিনের মধ্যে খাতা পুনর্নিরীক্ষার কাজ শেষ করতে পারবো।

এর আগে গত ১৪ মার্চ থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনগ্রহণ শুরু হয়। আবেদন শেষ হয় গতকাল বুধবার। 

মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ১২ মার্চ। এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন (৫৭.৬৯ শতাংশ) এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন (৪২.৩১ শতাংশ)। এবার ফলাফল পুনর্নিরীক্ষণের পালা।


সর্বশেষ সংবাদ