মেডিকেলে দ্বিতীয় আনন্দমোহন কলেজের নিহাল

আসিফ রহমান নিহাল
আসিফ রহমান নিহাল  © সংগৃহীত

এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন আসিফ রহমান নিহাল। তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, নিহালের বাড়ি নেত্রকোনায়। তিনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বাবার নাম মো. মিজানুর রহমান। তিনি একজন সরকারি চাকরিজীবী। নিহালের মায়ের নাম আফরোজা বেগম। তিনি একজন শিক্ষিকা।

রোববার (১২ মার্চ) দুপুর দুইটায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন।

তিনি বলেন, গত বছরের চেয়ে এবার পাসের হার কিছুটা কম। গত বছর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়েছে। সেজন্য গতবারের চেয়ে পাসের হার কম।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এবার ছেলেদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ১ হাজার ৯৫৭। আর মেয়েদের মধ্যে ভর্তির সুযোগ পাবেন ২ হাজার ৩৯৩ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এবার ছেলেদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ১ হাজার ৯৫৭। আর মেয়েদের মধ্যে ভর্তির সুযোগ পাবেন ২ হাজার ৩৯৩ জন।

ফলাফল https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ