৩০ না পেলে কোটায় ভর্তি নয়

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর না পেলে কোনো ধরনের কোটায় শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। 

গতকাল বৃহস্পতিবার বিকালে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ২টায় ভর্তি নিয়ে সভা করে টেকনিক্যাল কমিটি।

জানা গেছে, ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর প্রাপ্তরাই কেবল ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, খেলোয়ার কোটাসহ সব ধরনের কোটায় আবেদন করতে হলেও ৩০ নম্বর পেতে হবে। ৩০ নাম পেলে আবেদন করা যাবে না।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, যেহেতু এবার পাস নম্বর নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাই ৩০ নম্বর না পেলে কোনো ধরনের কোটায় আবেদনের সুযোগ থাকছে না। আবেদন করতে হলে ৩০ নম্বর পেতেই হবে।


সর্বশেষ সংবাদ