কোরবানির চামড়া বিক্রয়ের টাকায় ইসলামের যে বিধান

কুরবানীর গরুর চামড়া
কুরবানীর গরুর চামড়া  © সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে মুসলিম সমাজে কোরবানি বিষয়ক নানা প্রস্তুতি চললেও অনেকেই কোরবানির অন্যতম উপাদান চামড়া নিয়ে দ্বিধায় থাকেন। চামড়া ব্যবহার, বিক্রি কিংবা বিক্রয়ের টাকা কোথায় ব্যয় করা উচিত এ নিয়ে সমাজে প্রচলিত রয়েছে বহু ভুল ধারণা। অথচ ইসলামে রয়েছে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা।

কোরবানির চামড়া নিজে ব্যবহার করা উত্তম
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কোরবানির পশুর চামড়া দ্বারা উপকৃত হও, তবে তা বিক্রি করে দিয়ো না।’ এই হাদিসের আলোকে চামড়া নিজে ব্যবহার করা উত্তম। কেউ চাইলে চামড়াটি প্রক্রিয়াজাত (দাবাগাত) করে ব্যাগ, সিজদার চাদর বা অন্যান্য ব্যবহার্য জিনিস বানিয়ে নিতে পারেন।

চামড়া বিক্রির অর্থ কোথায় যাবে
কেউ যদি চামড়া বিক্রি করেন, তবে সেই অর্থ তিনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন না। ইসলামী বিধান অনুযায়ী এই টাকা জাকাত পাওয়ার যোগ্য গরিব-মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। রাসুল (সা.) স্পষ্টভাবে নিষেধ করেছেন—চামড়া বা গোশতের বিনিময়ে কসাইকে মজুরি দেওয়া যাবে না।

উন্নয়নমূলক কাজে চামড়ার অর্থ ব্যবহার নয়
চামড়া বিক্রির অর্থ কোনোভাবেই রাস্তা মেরামত, মসজিদ নির্মাণ, বিদ্যালয় উন্নয়ন বা অন্য কোনো জনকল্যাণমূলক কাজেও ব্যয় করা যাবে না। এটি সম্পূর্ণরূপে শরিয়তবিরোধী হবে। শুধুমাত্র যারা সদকা, জাকাত পাওয়ার উপযুক্ত, তারাই এই অর্থ গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: হাটে গিয়ে যেভাবে চিনবেন কোরবানীর সুস্থ গরু

অগ্রাধিকার পাবে গরিব তালিবে ইলম ও ইয়াতিম
হাদিসের আলোকে জানা যায়, এই চামড়ার অর্থ দেওয়ার ক্ষেত্রে ইলমে দ্বীন অর্জনে নিয়োজিত গরিব ছাত্র, ইয়াতিম ও অসহায়দের অগ্রাধিকার দিতে হবে। তারা দ্বীনের জ্ঞান অর্জনে অর্থাভাবে পিছিয়ে পড়ছে—তাদের সাহায্যে এই অর্থ ব্যবহার করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

ইসলামের নির্ধারিত আট খাত
সুরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাকাতের আটটি খাত নির্ধারণ করেছেন। কোরবানির চামড়ার অর্থ এই খাতগুলোর অন্তর্ভুক্ত গরিবদের মধ্যেই বিতরণ করতে হবে। এ নির্দেশ আল্লাহর নির্ধারিত বিধান। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সাদকার ব্যাপারে আল্লাহ নবী বা অন্য কারো ইচ্ছার ওপর সন্তুষ্ট নন, বরং তিনি নিজেই তা বণ্টনের আটটি ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন।’

ইসলাম কী শিক্ষা দেয়
ইসলাম কোরবানিকে শুধুমাত্র পশু জবাই নয়, বরং তাকওয়া ও আত্মত্যাগের এক পরীক্ষা হিসেবে বিবেচনা করে। এই ইবাদতের প্রতিটি অংশেই রয়েছে খাঁটি নিয়ত ও শরিয়ত অনুযায়ী পালন করার তাগিদ। কোরবানির চামড়ার সঠিক ব্যবহারও সেই ইবাদতের অংশ।


সর্বশেষ সংবাদ