পরকালের লাঞ্চনা থেকে বাঁচতে যে আমল করবেন

  © সংগৃহীত

পার্থিব জীবন শেষে সবাইকে পরকালে পাড়ি জমাতে হবে। সেখানে সবার কৃতকর্মের হিসাব নেওয়া হবে। তাই পাপমুক্তি ও গুনাহ মাফের জন্য দোয়া করা কর্তব্য। তা ছাড়া কিয়ামতের কঠিন সময়ে পুণ্যবানদের সঙ্গে অবস্থানের দোয়া করাও মুমিনের বৈশিষ্ট্য।

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَ كَفِّرْ عَنَّا سَيِّاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَ آتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيمَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

অর্থ : হে আমাদের রব, আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের মন্দ কাজগুলো দূর করুন এবং আমাদেরকে পুণ্যবানদের মধ্যে অন্তর্ভূক্ত করে মৃত্যু দিন। হে আমাদের রব, আমাদেরকে সেসব কিছু দান করুন, যার প্রতিশ্রুতি আপনি নিজ রাসুলদের মাধ্যমে আমাদের দিয়েছেন। আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না। নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির বিপরিত করবেন না।

(সুরা আলে ইমরান, আয়াত : ১৯৩-১৯৪)


সর্বশেষ সংবাদ