হার্ভার্ড-অক্সফোর্ড-কেমব্রিজকে হারিয়ে সেরা বাংলাদেশের দুই তরুণ

বিতর্কে চ্যাম্পিয়ন বাংলাদেশের দুই তরুণ
বিতর্কে চ্যাম্পিয়ন বাংলাদেশের দুই তরুণ  © সংগৃহীত

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ-২০২২ এর খেতাব জিতেছে বাংলাদেশের দুই তরুণ। ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং অ্যাটেনিয়ো দে ম্যানিলা ইউনিভার্সিটি। 

ফাইনালে উঠতে এই দুই তরুণকে হারাতে হয়েছিল হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, শিকাগো, স্ট্যানফোর্ডের মত বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকে।

বাংলাদেশের হয়ে শিরোপা জেতা দুই তরুণ হলেন- সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল। তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের  ব্যানারে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: গুচ্ছে টিকলেও ইবির একটি বিভাগে দ্বিতীয়বার হবে ভর্তি পরীক্ষা

বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ফাইনাল। ফাইনালে তারা প্রিন্সটন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরকে  ৯-০ ব্যালটে হারিয়ে এ গৌরব অর্জন করে।

এর আগে ২০১৩ বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ৩৩তম আসরে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্রেক ক্যাটাগরিতে তারা চ্যাম্পিয়ন হন। এ আসরে ৮২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৪০০টি দল অংশ নেয়। 

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

তবে এবারের প্রতিযোগিতায় মূলত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বিশ্বব্যাপী বিতর্কের বিশ্বকাপ হিসেবে সুপরিচিত। এটি সাধারণ যেসব দেশের প্রথম ভাষা ইংরেজি তারাই অংশ নিয়েছিল।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে বিতর্কের ওয়ার্ল্ড কাপ বলে খ্যাত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বাংলাদেশ অংশ নিলেও এতো বড় সাফল্য কখনই আসেনি। বাংলাদেশের বিতর্ককে আরও সম্ভবনাময় করতে এ জয় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করছেন বিতর্কপ্রেমীরা।


সর্বশেষ সংবাদ