ববিতে নতুন বাস শিডিউলে দুর্ভোগে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দুর্ভোগ
শিক্ষার্থীদের দুর্ভোগ   © টিডিসি ফটো

সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সংকট ও অফিসের সময় কমানোয় যানবাহন যাতায়াতের ক্ষেত্রে নতুন সময়সূচি প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন পুল৷ তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

আবাসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাহিরে অবস্থান করেন। অনেক শিক্ষার্থী আবার বরিশাল শহর থেকে যাতায়াত করেন। তবে বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকাতে অবস্থানরত শিক্ষার্থীদের শহরে যাতায়াতের একমাত্র নিরাপদ মাধ্যম বিশ্ববিদ্যালয়ের পরিবহন। আগে সারাদিনে তিনটি রুটে বাসগুলো মোট ৫১ বার শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে শহর এবং শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করতো। বর্তমানে সেই সংখ্যা কমিয়ে ৪১ বার করে নতুন পরিবহন সময়সূচি দিয়েছে পরিবহন পুল শাখা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমান বাস শিডিউল নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীরা৷ অধিকাংশ সময় বাসে জায়গা পেতে ২০ মিনিট আগে থেকে বসে থাকতে হচ্ছে। আগে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে থেকে ৩নং রুট নথুল্লাবাদ যাওয়ার জন্য ২টি ডাবল টেকার বাস ছিল৷ যার প্রত্যেকটিতে ৭৫টি আসন সংখ্যা ছিল৷ কিন্তু বর্তমানে দুপুর ২টায় বৈকালী নামক ১টি বাস চালু রয়েছে, যার আসন সংখ্যা মাত্র ৫২টি৷

এ ব্যাপারে কলা ও মানবিক অনুষদের শিক্ষার্থী জান্নাত নওরিন জানান, ‘নথুল্লাবাদ থেকে ১২টা ৩০ মিনিটে, ২টার মাঝখানে ১টায় কিংবা ১টা ১৫মিনিটে কোন বাস নেই৷ যেটা শিক্ষার্থীর খুবই প্রয়োজন। এছাড়া আগের শিডিউল অনুযায়ী ভার্সিটি থেকে ২টায় একটি এবং ২টা ১৫ মিনিটে দুইটা বাস ছিল। নতুন শিডিউল অনুযায়ী সেখানে বাস মাত্র একটি। শিক্ষার্থীরা বাসে দাঁড়ানোর মতোও জায়গা না পেয়ে লোকাল বাসে আসছেন।’

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থী অনুপ মজুমদার জানান, ‘অনেকেই পরীক্ষা এবং ল্যাবের জন্য সর্বশেষ গাড়ি ৩টা ২০ মিনিট ধরতে পারেন না৷ তাছাড়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী শহরে টিউশনিতে যান বিকাল ৪-৫টায়৷ যেখানে আগের শিডিউলে বাস সার্ভিস থাকলেও বর্তমানে নাই৷’

আরও পড়ুন : ঢাবির সিন্ডিকেট নির্বাচনে নীল ও সাদা দলের প্রার্থী যারা

এ ব্যাপারে পরিবহন পুলের ম্যানেজার মো. মেহেদী হাসান জানান, ‘আগে এমন অভিযোগ আসেনি৷ আজকে একটা বিভাগের শিক্ষার্থী দুপুরের বাস শিডিউলের সমস্যা জানিয়ে ফোনে অভিযোগ করেন৷ বিষয়টি পর্যবেক্ষণ করে বাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে৷’
তিনি আরও জানান, ‘বর্তমান পরিস্থিতিতে অফিস সময় কমানো হয়েছে৷ এজন্য বিকাল ৫টায় বাস দেওয়া সম্ভব না৷’

উল্লেখ্য, ২৮ আগস্ট থেকে নতুন এ পরিবহন সময়সূচি কার্যকর হয়েছে। সময়সূচি প্রকাশের পর থেকে সামাজিক গণমাধ্যমে ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ