ইবির হলে সুপেয় পানির ব্যবস্থা ও ক্যান্টিন চালুর দাবি
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৫:০৭ PM , আপডেট: ২২ আগস্ট ২০২২, ০৫:০৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলের প্রতিটি ব্লকে বিশুদ্বকরণ ফিল্টার স্থাপন এবং ক্যান্টিন চালু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া মূল্য অনুযায়ী মানসম্মত খাবার পরিবেশন, খাবারের মান বৃদ্ধি এবং হল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবিও জানিয়েছেন তারা।
সোমবার (২২ আগস্ট) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা সভা থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। উন্মুক্ত আলোচনা সভায় প্রত্যেক হলের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন এবং তা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
হলের আবাসিক ছাত্রী জলি আক্তার বলেন, ‘জরুরী মুহূর্তে আমাদের স্যানিটারি ন্যাপকিন, চা বা কফি খাওয়ার দরকার হয়। তবে সন্ধ্যার পর হল বন্ধ হয়ে যাওয়ায় এ প্রয়োজন মিটাতে পারি না। হলে ক্যান্টিন চালু হলে এমন সমস্যা হবে না।’
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিটি দাবিই যৌক্তিক। হল কর্তৃপক্ষ অবৈধভাবে কোনো শিক্ষার্থীকে হলে থাকার সুযোগ দেবে না। বৈধভাবে সবাইকে হলে অবস্থান করতে হবে। হলের সার্বিক পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদেরও সহযোগিতা চাই।’
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘হলের সমস্যা শিক্ষার্থীদের মুখ থেকে শুনলাম। সংশিষ্ট সকলের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে। হল পরিষ্কার পরিচ্ছন্ন রাখাতে নির্দেশ দেওয়া হবে।’
আরও পড়ুন : রাবির প্রথমবর্ষের ক্লাসের তারিখ ঘোষণা
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরিন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ওবায়দুল ইসলামসহ অন্যান্য হলের প্রভোস্ট এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।