গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

ইবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা
ইবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে আজ গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের অতর্কিত হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সৌরভসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ আগস্ট) গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবি থানা গেট সংলগ্ন এলাকায় ইবি ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে ফুল, কলম, পানিসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণকালে হামলার ঘটনা ঘটে। 

জানা গেছে, ছাত্রলীগের কিছু নেতাকর্মী হামলা চালিয়েছেন। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তরীকুল ইসলাম সৌরভ, মামুন, ইমরানসহ বেশ কয়েকজন আহত হয়।

আরও পড়ুন: গুচ্ছের ‘খ’ ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলায়মান চৌধুরী জানান, ‘আমরা ইবি থানা গেটে ভর্তি পরীক্ষার জন্য আগত পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে ফুল, কলম, পানিসহ অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করছিলাম। তখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বহিরাগত লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এরকম একটা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রদলের পক্ষ থেকে আমাকে ফোন দিয়ে জাননো হয়। আমি পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। তবে মারধরের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানতে পারিনি।

উল্লেখ্য, আজ শনিবার বিভিন্ন কেন্দ্রে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 


সর্বশেষ সংবাদ