বিলবোর্ড ভেঙে পড়ে গুরুতর আহত জবি ছাত্রী

জবি
জবি   © সংগৃহীত

রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় একটি দোকানের বিলবোর্ড ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সুমাইয়া মোস্তফা প্রাপ্তী। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে আটটায় লক্ষ্মীবাজারে সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ‘দোকানের বিলবোর্ডটি মোবাইল বিপণন কোম্পানি স্যামসাংয়ের। বিলবোর্ডটি জরাজীর্ণ অবস্থায় থাকায় সামনে দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ ভেঙে মাথায় পড়ে। এ সময় ঘটনাস্থলে দু’জন আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেয়ার পরামর্শ দেন।’

আরও পড়ুন : হিরো আলমের সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী

ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে সুমাইয়ার মাথায় বিশটি সেলাই দেন এবং সিটিস্ক্যান রিপোর্টে শঙ্কামুক্ত ঘোষণা করে ঢাকা ন্যাশনাল কলেজে ভর্তি হওয়ার পরামর্শ দেন। 

আহত প্রাপ্তীর বন্ধু মুন হাসান জানান, ‘প্রাপ্তি রাতে মেসের সামনেই একটি দোকান থেকে খাবার কিনতে গেছিলো। ফেরার সময় হঠাৎ করেই বিলবোর্ড ভেঙে পড়ে এবং আহত হয়।’ 

এ ব্যাপারে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক নিউটন হাওলাদার বলেন, ‘আমরা ন্যাশনাল মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম। সেখানে সিটিস্ক্যান করা হয়েছে।  নিরিবিলি পরিবেশের জন্য তাকে আমরা ন্যাশনাল মেডিকেলে নিয়ে এসেছি। আপাতত সে আশঙ্কামুক্ত।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিলবোর্ডের মালিকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।’


সর্বশেষ সংবাদ